সোহরাব হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়।
জানাগেছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে সুলতান আলী (৫৬)।
সুলতান আলী পেশায় একজন ভ্যান চালক।আজ শুক্রবার (৪ জুলাই) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ভ্যানচালক সুলতার আলী ভ্যান নিয়ে সাতক্ষীরার উদ্দেশে আসছিলেন।
রামচন্দ্রপুর মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ তাকে চাপা দেয়।এতে ভ্যানচালক ঘটনাস্থলে নিহত হন।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক পিকআপটি পালিয়ে যায় বলে তিনি জানান।