1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

সাতক্ষীরায় পানি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

মেহেদী হাসান, দেবহাটা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
মেহেদী হাসান কাজল,দেবহাটা উপজেলা প্রতিনিধি:
“পানি পণ্য নয় অধিকার, হাই কের্টের রায় বাস্তবায়ন করুন” এই আহবান জানিয়ে ২২ মার্চ শনিবার ২০২৫ সাতক্ষীরা জেলা পাবলিক লাইব্রেরী সভাকক্ষে “ হিমবাহ গলছে,বিপদ বাড়ছে. পানি সবার অধিকার-রক্ষা করবো বারবার” প্রতিপাদ্যকে সামনে নিয়ে  বিশ্ব পানি দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাবিদ্ আব্দুল হামিদের সভাপতিত্বে ও স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় অধিকারভিত্তিক সংগঠন এএলআরডি’র সহায়তায় স্থানীয় সংগঠন স্বদেশ, সিডো, ক্রিসেন্ট, হেড, সৃজনী, সুন্দরবন ফাউন্ডেশন, মেীমাছি, সামস্, অর্জন ফাউন্ডেশন, উদ্দীপ্ত, বারসিক, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী অফিসার শোয়াইব আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, উদীচীর জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক প্রফেসর ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, ক্রিসেন্ট পরিচালক আবু জাফর সিদ্দিকী, সিডো পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, জেলা ভূমিহীন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী খাল পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক আবুল হোসেন, ভূমিহীন নেতা কওছার আলী প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বরেন, জলবায়ু পরিবর্তনের কারনে পৃথিবীর পানিচক্রে যে প্রভাব পড়ছে ওসেখানে বাংলাদেও ক্ষতিগ্রস্ত। দেশের নদ-নদী শুকিয়ে যাওয়া এবং আবহওযার পরিবর্তন হওয়ায় বৃষ্টিপাত কমে যাওয়ায় আমাদের ভুস্তরের পানির স্তর নিচে চলে আসছে এবং উপরিভাগের মাটির পানি শুকিয়ে যাচ্ছে। ফলে আমাদের পরিবেশ-প্রতিবেশ, গাছপালা, প্রাণবৈচিত্রের উপর বিরুপ প্রভাব পড়ছে, হারিয়েযেতে বসেছে বিভিন্ন প্রজাতির কৃষি, মাছ সহ অনজীব যা প্রকৃতিকে বাঁচিয়ে রাখে। আমাদের সকলে পানির ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে এবং পানির অপচয় রোধ করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, পানি শুধু জীবন নয়, পানি আমাদের প্রান ও প্রকৃতিকে রক্ষা করে। সভ্যতার নিয়ামক পানি। জলবায়ু পরিবর্তন সহ নদীর স্বাভাবিক অবস্থার পরিবর্তন এবং কৃত্রিম সংকট সৃষ্টি সহ দখল দুষনে এর প্রবাহ নষ্ঠ হওয়ায় ভুস্তরে পানির সংকট দেখা দিয়েছে এবং লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে । ফলে আমাদের জীবন চক্রের উপর বিরুপ প্রভাব সৃষ্টি হচ্ছে। আমাদের প্ররিবেশ ও প্রতিবেশকে আমাদেরকেই সুরক্ষা দিতে হবে ।বিশ^ পানি দিবস ২০২৫ উপলক্ষে এএলআরডি এবং স্থানীয় সহযোগী সংগঠন আয়েজিত  আলোচনা সভাথেকে সুনির্দ্দিষ্ট
 সুপরিশ:
 ১) পানিসম্পদ রক্ষা: দেশের সকল জলাশয় ও পানি সম্পদকে দখল ও দুষনমুক্ত করা এবং তা সংরক্ষণে ও উদ্ধারে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।
২) নদী সুরক্ষা: স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজ ওসরকারি সংস্থাসমুহের মধ্যে সমন্বয় তৈরি করে নদী সংরক্ষনে কার্যকর পদক্ষেপ গ্রহন।
৩) আইনি সচেতনতা: নদী একটি জীবন্ত সত্তা- উচ্চ আদালতের এই রায় সম্পর্কে জনগনকে সচেতন করা এবং এর যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষ সমুহের প্রতি সুপারিশ প্রদান।
৪) পানির নায্য বন্টন: বিশেষ করে কৃষক, জেলে ও প্রান্তিক জনগোষ্টির পানির প্রাপ্যতা নিশ্চিত করা।
৫) পুনঃ ব্যবহার ও সংরক্ষন: পানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করা এবং বৃষ্টির পানি সংরক্ষণ, ভুগর্ভস্থ পানি পুনরুদ্ধার ও জলাধা সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করা।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি