রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭
সাতকানিয়ায় ইয়াবা এবং মদসহ ৪ জন গ্রেফতার
নুরুল আমিন সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউপিস্থ মল্লিক পাড়া নির্মলের বাড়ীর সামনে রাস্তা থেকে রবিবার (১৪ মার্চ) বিকেলে ৮০ লিটার চোলাই মদসহ তিন জনকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ। এসময় ০১টি সিএনজি (থ্রীহুইলার) জব্দ করা হয়। আটকৃতরা হলো- মোঃ কালু ড্রাইভার, আব্দুল মালেক, মোঃ আফজল আহমদ।
সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা (নং ২২ তারিখ-১৫/০৩/২০২১ইং ধারা-২০১৮ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিল ২৪(খ)/২৬(১), দায়েরের পর আদালতের মাধ্যমে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, ১৪ মার্চ বরিবার রাতে সাতকানিয়া থানাধীন পশ্চিম ঢেমশা ইউপির ইছামতি আলী নগর গাটিয়াডেঙ্গা রাস্তার খুনি বটতল ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৬০ (ষাট) পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।আটকৃত ব্যক্তির নাম মোঃ সিফাত (১৯)। সে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের মোঃ জামালের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, আসামীদেরকে মামলা দায়েরের পর চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.