রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্রম ১৪৪৭
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
রবিউল হাসান রাজিব,দৈনিক শিরোমণিঃ
প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্থা এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়। এ মানববন্ধনে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দৈনিক প্রথম আলো’র জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ বিদেশে বহু নজির তৈরী করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করার কারণে সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশী সময় আটকে রেখে তাকে শারিরীক ও মানসিকভাবে হেনস্থার পর তাঁর বিরুদ্ধে হয়রানীমুলক অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, তার মুক্তি ও তাঁকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড রফিকুজ্জামান লায়েক, ব্লাষ্ট এর সমন্বয়ক এ্যাডঃ শিপ্রা গোস্বামী, নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বাসসের জেলা প্রতিনিধি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, প্রথম আলো বন্ধু সভার সভাপতি সুজিত কুমার দাস, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক কাজী সবুজ প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.