
মাহাবুব আলম রানা,সুনামগঞ্জ প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভায়,  দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ শনিবার দুপুরে পৌরসভার শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে এর প্রতিবাদ জানায়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় বক্তরা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে দূর্নীতিসহ বিভিন্ন অপরাধ তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের উপকার করে আসছেন। এসব কাজে সাংবাদিকদের নিজের কোন স্বার্থ থাকে না। নিঃস্বার্থভাবে কাজ করতে গিয়ে সমাজ ও রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত হয়ে আসছে সাংবাদিক সমাজ। স্বাস্থ্যবিভাগের দূর্নীতি তুলে ধরতে গিয়ে আমলাদের রোষানলে পড়তে হয়েছে রোজিনা ইসলামকে। তাকে মিথ্যা অভিযোগে হেনস্থা করে ‘অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে’ মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ব্রিটিশ শাসনামলে তাদের নিজের স্বার্থে করা অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইন সাংবাদিক রোজিনা ইসলামের উপর প্রয়োগ করা হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করছেন সাংবাদিকরা। ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আনিুল ইসলাম আজির, আলাউদ্দিন, তমাল পোদ্দার, সদরুল আমিন, হাবিবুর রহমান নাছির, উজ্জীবক সুজন তালুকদার, আব্দুস ছালাম, সেলিম মাহবুব, মাহমুদুল হাসন মিসবাহ, প্রেসের আলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
                     
                    
                    
                    
	
				
		no views