মোঃ রেজাউল ইসলামঃ ময়মনসিংহ, শনিবার (৯ আগস্ট, ২০২৫) গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করা হয়েছে।
আজ বিকাল ৪টায় বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা ও মহানগর সহ সর্বস্তরের সাংবাদিক সমাজ এর আয়োজন মানববন্ধন সভা অনুষ্ঠিত হয়। শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি করা হয়। সমাবেশে একাত্ব পোষন করে অংশ নেন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংগঠন সহ হেফাজত মজলিস জেলা ও মহানগর।
প্রতিবাদ মানববন্ধন সভার সভাপত্বিত করেন দীপক চন্দ্র দে, সম্পাদক সাপ্তাহিক বিশ্ব বাংলা ভিষন। অন্যানদের মাঝে বক্তব্য রাখেন । বাংলাদেশ প্রেসক্লাব জেলা সভাপতি খালেদ হাসান, মহানগর সভাপতি অমিনুর ইসলাম রাব্বি।
অন্যান সাংবাদিকদের মাঝে বক্ত্ব্য রাখেন , মোহাম্মদ আরিফ রেওগীর সম্পাদক সুবর্ণ বাংলা, মাইনুল ইসলাম সিনিয়র সাংবাদিক, সজীব রাজভর (বিপিন) বাংলাদেশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা, মিজানুর রহমান অর্থ বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা , রাসেল ফকির সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব মহানগর, মোঃ বিল্লাল হোসেন মানিক দৈনিক কাগজের আলো নির্বাহী সম্পাদক, আলমগীর হোসেন এশিয়ান টিভি সদর প্রতিনিধি, সাংবাদিক, সংগঠক গোলাম কিবরিয়া পলাশ, মোঃ রেজাউল করিম রেজা দৈনিক প্রতিদিনের কাগজ , রবিউল আউয়াল সময়ের কণ্ঠস্বর, আবু সাঈদ দৈনিক ভোরের অপেক্ষা, ইব্রাহিম খলিল সাপ্তাহিক সোনালী শীষ, মোহাম্মদ দীন ইসলাম আজকালের কণ্ঠস্বর , সুলাইমান রাজিব দৈনিক ভোরের কথা, , আল নাদিম সানি, সংবাদপত্র ইউনিয়ন ময়মনসিংহ কন্ঠ, দ্বীপজয় সরকার,দৈনিক প্রতিদিনের কাগজ, মোঃ সেলিম সাজ্জাদ কালের কণ্ঠস্বর, রাজন লাল সরকার অপরাধ অনুসন্ধান, মোস্তফা বিশ্ব বাংলা ভিশন, আব্দুল আল আমিন দৈনিক আমার সংবাদ, নারী সাংবাদিক সংঘ নাসাস বাললী আক্তার এবং ইমতিয়াজ আহমেদ, সভাপতি, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]