আলামিন ,নবীনগর উপজেলা প্রতিনিধ: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মো: গোলাম মোস্তফা (৫৪) গতকাল রবিবার সকালে ঢাকা সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ৮ মার্চ থেকে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
রবিবার আসর নামাজের পর জানাজা শেষে তার নিজ জন্মস্থান নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকলে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।
Notifications