গৌড় ব্যানার্জী, চাটমোহর উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি)ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে পাবনার সাঁথিয়ায় ধোপাদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ সোমবার (২৬মে)বিকেলে নাড়িয়াগদাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ধোপাদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন,পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা নূর মোহাম্মদ মাসুম বগা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন খান পিপিএম,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ,কেন্দ্রীয় তাঁতী দলের সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী।আরও বক্তব্য
রাখেন,সাঁথিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম কাশু,আক্তারজ্জামান খোকন,রফিকুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজা,সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, ধোপাদহ ইউনিয়ন যুবদলের সভাপতি আসিফ আল আলীম রাজিব, সাঁথিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাদিুজ্জামান রিপন,সাবেক ছাত্রদল নেতা আশিক ইকবাল রাসেলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী
Notifications