 
																
								
                                    
									
                                
শেখ তোফাজ্জেল হোসেন দৈনিক শিরোমণিঃ আলীম – ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ফতেমা খাতুন( ১৫) গলায় ফাঁস লাগিয়ে রহস্য জনক আত্মহত্যা। ফুলতলা থানার দামোদর ইউনিয়ন বোর্ড এলাকার মোঃ মাসুদ এর ১৫ বছরের কিশোরী কন্যা ফতেমা খাতুন, ২৪ অক্টোবর সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে ওলনা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ওইদিন সন্ধ্যায় ফাতেমার পিতা মাসুদ ঘরে ঢুকে ফাতেমার ঝুলান্ত অবস্থায় দেখতে পেয়ে তার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ফতেমাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলতলা থানা পুলিশ এশে লাশ ইদ্ধার করে ময়না তদন্তের জন্য (খুমেক) হাসপাতে প্রেরন করে। ২৫ অক্টোবর ময়না তদন্ত শেসে বেলা দুইটায় লাশ, পিতা মো: মাছুদের কাছে হস্তান্তর করে। সন্ধায় শিরোমণি দক্ষিন পাড়ায় জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করাহয়। নিহতের পিতা মাছুদ জানান তার কন্যাকে এলাকার এক যুবক প্রতিনিয়ত মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অসালিন কথা বলতো। সেই খোবে ফাতেমা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে আমার ধারনা। এ ব্যাপারে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকরতা জানান আত্মহত্যার ঘটনা ময়নাতদন্ত রিপোর্ট নাআশা পর্যন্ত কিছু যানা সম্ভবনয়।