
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধিঃসুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর বর্বরোচিত হামলা-ভাংচুর ও লুটপাটে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এবং ছাত্র যুব পরিষদের আয়োজনে পৌর শহরের স্থানীয় পায়রা চত্তরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র দে’র সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি।
এসময় উপস্থিত ছিলেন, ৪নং পৌর ওয়ার্ড কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ রায়, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মহাদেব ঘোষ, সাধারণ সম্পাদক দীপক সিংহ।
উপজেলা যুবলীগ নেতা মঈনুদ্দিন শেখ হেকিম প্রমূখ। এছাড়াও নানা শ্রেণী-পেশার সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
                     
                    
                    
                    
	
				
		no views