মৌলভীবাজার সদর উপজেলার বাজার টার্নিং পয়েন্ট, সিলেট রোড, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, কলার ব্যবসার পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।আজ ২১শে (এপ্রিল) বৃহস্পতিবার উক্ত তদারকি অভিযানে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, মেয়াদ উত্তীর্ণ রং বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, মাংসের ওজনে কম দেওয়া, রংয়ের কোটায় মূল্য মুছে ফেলা সহ বিভিন্ন অনিয়মের দায়ে বাজার টার্নিং পয়েন্টে অবস্থিত রাজু মিয়ার দোকানকে ২ হাজার টাকা।সিলেট রোডে অবস্থিত তাহমিনা ফল ভান্ডারকে ৩ হাজার টাকা।কুসুমবাগে অবস্থিত ইসলাম হার্ডওয়্যারকে ৪ হাজার টাকা, খোরশেদ আলমের কলার আড়তকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।উক্ত অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]