রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্রম ১৪৪৭
সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থা (ডিইউএসএস) মৌলভীবাজারের সহযোগিতায় এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ ১১ই (এপ্রিল) সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বৃত্তি প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপজেলা পরিষদের সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন । ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ২০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪শত টাকা এবং মাধ্যমিক পর্যায়ের ১০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।শিক্ষার্থীরা যাতে তাদের প্রয়োজনীয় খাতা, কলম, স্কুল ড্রেস, বই ক্রয় করতে পারে সে লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.