ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামে স্বামী ও স্ত্রী দুজন প্রার্থী হয়েছেন। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে চট্টগ্রামে একই পরিবারের দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছেচট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ আংশিক) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী হিসেবে লড়াই করবেন মোহাম্মদ এমদাদুল হক। আসনটিতে ভোটের লড়াই করবেন- বিএনপির এরশাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রুরুল আলম, জামায়েত ইসলামীর মো. আবু নাছের, খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ, এনসিপির মো. জোবাইরুল হাসান আরিফ ও ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান।জানা গেছে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে চট্টগ্রামে একই পরিবারের স্বামী ও স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ২০১৮ সালে এমদাদুল হক চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে এবং স্ত্রী সাবিনা খাতুন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্বামী ও স্ত্রী দুজনই ভোটের মাঠে লড়বেন। এমদাদুল হক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলার সভাপতি এবং সাবিনা খাতুন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক।চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ আংশিক) সংসদীয় আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ এমদাদুল হক পেশায় প্রাইভেট চাকরিজীবী। কালবেলাকে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম কাজ। ৫ আগস্টের পট পরিবর্তনের পর আমরা আশা করেছিলাম জননিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু বাস্তবে তার কিছুই ঘটেনি। মানুষের যদি জীবনের নিরাপত্তাই না থাকে তাহলে ভূমি থেকে লাভ হবে কি? নির্বাচনের আগে অনেকেই অনেক রকম আশ্বাস দেয়। কিন্তু পরে তার ছিঁটেফোঁটাও দেখা যায় না। আমরা আমূলে পরিবর্তন করে দিতে চাই/
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]