রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ১৭ মহর্রম ১৪৪৭
শ্রীপুরে মা’কে অচেতন করে শিশু মেয়েকে অপহরণ
ফারজানা আক্তার (২৬) উপজেলারর গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের জুলেখার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করে। তার সাথে বড় মেয়ে বর্ষা (৭) থাকে। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরিগাঁও গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ফারজানা ধনুয়া গ্রামের পোশাক করাখানায় চাকরি করে। বৃহস্পতিবার (০২ মার্চ) কারখানা ছুটির পর বাসায় আসে। ওইদিন সন্ধ্যায় মেয়ে তায়েবাকে নিয়ে নয়নপুরে বাজারে রওনা দেয়। ওই বাজারের পৌছার আগেই পথিমধ্যে অপরিচিত এক যুবক শিশুকে মামা বলে ডাকতে ডাকতে ফারজানার কাছে যায়। যুবকটি কৌশলে তার মার কাছ থেকে শিশুকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে ওই যুবক ফারাজানার নাকে রুমাল চেপে ধরলে সে অচেতন হয়ে পড়লে যুবকটি শিশুকে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। জ্ঞান ফিরে এলে তিনি নিজেকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখেন এবং তার মেয়েকে খোঁজতে থাকেন।
তিনি আরো জানান, ওই শিশুকে ছিনিয়ে নেয়ার সময় তার মা অজ্ঞান ছিল। তার কাছে শুনতে হবে শিশুর বাবা নিয়ে গেছে কি’না। তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। শিশুর বাবাও নিয়ে যেতে পারে। শিশুকে হারিয়ে তার মা মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছেন। সে এখনো অজ্ঞান থাকায় সঠিকভাবে বলতে পারছে না সে কোন জায়গায় থাকা অবস্থায় তার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়েছে। শিশুকে উদ্ধারে পুলিশ গুরুত্বসহকারে চেষ্টা করেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.