রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ২২ মহর্রম ১৪৪৭
শ্রীপুরে বস্তায় ভরা ৫টি কঙ্কাল পাওয়া গছে
রাকিব হাসান আকন্দ গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
গাজীপুরের শ্রীপুরে বস্তায় ভড়া ৫টি কঙ্কাল পাওয়া গছে। সোমবার (২৮ জুন) সকালে শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি (চন্নাপাড়া) এলাকায় ওই কঙ্কালের সন্ধান পায় স্থানীয়রা।৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন বলেন, স্থানীয় একটি পারিবারিক কবরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়া দেখতে পায় এলাকার লোকজন। সকালে কবরস্থান থেকে ২০০ মিটার দূরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বস্তা খুলে ভেতরে কঙ্কাল দেখতে পায় তারা। ধারণা করা হচ্ছে চুরি করার সময় লোকজন টের পাওয়ার ভয়ে চোরেরা কঙ্কাল ফেলে চলে গেছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান,কঙ্কাল পাওয়া আমাকে কেউ জানায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.