
গাজীপুর প্রতিনিধি রাকিব হাসান আকন্দ দৈনিক শিরোমণিঃ গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত ও পূর্ব বিরোধের জেরে এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় বৃদ্ধ, যুবক ও নারীসহ সাতজন ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।কেওয়া পশ্চিমখন্ড এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আয়নাল হকের বাড়িতে শনিবার দুপুরে ওই হামলা চালানো হয়। হামলায় আহতরা হলেন, আয়নাল হক (৪৫), কমলা খাতুন(৭০), আমীর হোসেন (৭৫), নজরুল ইসলাম (৫৫), খোকন মিয়া (২৮), কদবানু (৬৫) ও সুমন (২২)।এ ঘটনায় একই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে আ. খালেক, আ. হালিমের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ, আ. খালেকের ছেলে হাবি মিয়া, কবির হোসেন, হবি মিয়া, মাওনা গ্রামের মো. হানিফার ছেলে মো. জাহাঙ্গীর, মজিবুর রহমান, মো. সজীব, আ. আলীমের ছেলে দুলাল মিয়া, কেওয়া পশ্চিমখন্ড গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. শিহাব, মৃত গোলাম নবীর ছেলে আ. হামিদ, হামিদের ছেলে সুজন, মৃত শামসুল হকের ছেলে সাইজুল ইসলাম, শাহজাহান, মুলাইদ গ্রামের মৃত আবুল কালামের ছেলে পায়েল মিয়াসহ ১৫জনকে চিহ্নিত করে কমপক্ষে ২৫ জনের বিরুদ্ধে আমীর হোসেনের ছেরে মো. ফজলুল হক বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রচলিত আইনী সুবিধা প্রাপ্তি থেকে আহতদের বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আবারও হামলার হুমকিতে রয়েছেন ব্যবসায়ী পরিবারের সদস্যরা।অভিযোগে জানা গেছে, অভিযুক্তরা ঘটনার সময় পূর্ব পরিকল্পিতভাবে রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ওই ব্যবসায়ীর পরিবারের লোকদের ওপর হামলা করে। বাড়িতে বেড়াতে আসা বৃদ্ধ নারীরাও ওই হামলার শিকার হন। এতে কমলা খাতুন নামে এক বৃদ্ধ নারীর নাক দা’য়ের কোপে ঝুলে পড়ে। অন্যান্যদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা করা হয়। দা’সহ দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া দেখে অন্যান্য প্রতিবেশীরা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করতে সাহস পায়নি। হামলার পর আহতরা লুটিয়ে পড়লে অভিযুক্তরা চলে যায় ও প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে।হামলার শিকার পরিবারের সদস্য মো. ফারুক হোসেন জানান, আবারও তারা প্রতিপক্ষদের হামলা ও মিথ্যা মামলার হুমকিতে রয়েছেন।এ ব্যাপারে শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সালাহ উদ্দিন রাসেল জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরপক্ষেরও কয়েকজন আহত হয়েছেন। তবে তারা স্থানীয় কোনো ক্লিনিকে চিকিৎসা নিয়ে থাকতে পারেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।শ্রীপুর থানার পরিদর্শক গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়া গেছে। তবে মামলা রুজু হয়নি।এ ঘটনায় অভিযুক্ত কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।