রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ৫ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ৯ মহর্রম ১৪৪৭
শ্রীপুরে নিখোঁজের ২ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর জঙ্গল থেকে স্কুল ছাত্র নাজমুল হাসানের (১৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর থানা পুলিশ রাজেন্দ্রপুর এলাকার গভীর গজারী বন থেকে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে। রবিবার (৬ নভেম্বর) সকালে খবর পেয়ে জয়দেবপুর থানায় গিয়ে স্বজনেরা ওই ছাত্রের ছবি দেখে লাশ শনাক্ত করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হাসান উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের কালু মিয়ার ছেলে। সে স্থানীয় জৈনা বাজার এলাকায় আরিফ মডেল একাডেমীর ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বুধবার (২ নভেম্বর) বিকেলে নিজ বাড়ী থেকে ওষুধ কেনার জন্য বাজারে গিয়ে আর বাড়ী ফিরেনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, বৃহস্পতিবার (৩ নভেম্বর) নিখোঁজ নাজমুল হাসানের জেঠাতো ভাই মামুন মিয়া শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয় অজ্ঞাত পরিচয় ব্যাক্তি একটি মোবাইল নাম্বার নাজমুল হাসানের পরিবারের নিকট টাকা দাবী করে। ওই মোবাইল নম্বরের সিডিআর সংগ্রহ করে মোবাইলটির অবস্থান ঝিনাইদহ দেখা যায়। এ সময়ের মধ্যে জিএমপি সদর থানা পুলিশ নিখোঁজ ওই ছাত্রের লাশ উদ্ধার করে।
নিহতের জ্যাঠাত ভাই মামুন মিয়া জানান, নাজমুল বুধবার বিকেলে জৈনাবাজারে ওষুধ কিনতে গিয়ে আর বাড়ি ফিরেনি। রাতভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) শ্রীপুর থানায় তিনি নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। রবিবার (৬ নভেম্বর) খবর পেয়ে জিএমপি সদর থানায় গিয়ে স্বজনেরা নাজমুলের লাশ শনাক্ত করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজেন্দ্রপুরের গভীর গজারী বন থেকে অজ্ঞাত কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়না তদন্তের পর নিহতের স্বজনেরা গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে গেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.