রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্রম ১৪৪৭
শ্রীপুরে দুর্বৃত্তের গুলিতে কারখানা কর্মকর্তা আহত
গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাজীপুরের শ্রীপুরে এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫) দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। সে বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদই ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা। শনিবার রাত আনুমানিক ১১টায় শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া (বকুলতলা) এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এস আই কামরুল ইসলাম জানান, কাজ শেষে অফিস থেকে মাওনার প্রশিকা মোড় এলাকায় তার ভাড়া বাসায় ফিরছিলেন রিয়াজ। শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া (বকুলতলা) এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার পেটের বাম পাশ দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বের হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৩ টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে ওই কারখানার ওয়্যার হাউজ ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.