রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ৫ মহর্রম ১৪৪৭
শ্রীপুরে গজারি বন থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি রাকিব হাসান আকন্দ দৈনিক শিরোমণিঃ গাজীপুরে শ্রীপুরে গজারি বন থেকে অটোরিকশা চালক শরিফুল ইসলামের (২৩) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বনখড়িয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া এলাকার গজারি বন থেকে তার লাশ উদ্ধার করা হয়।গাজীপুরের সহকারি পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন জানান, বৃহষ্পতিবার তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শরিফুল। রাতে বাড়ি না ফেরায় তার স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পান নি। শুক্রবার সকালে এলাকাবাসী বনখড়িয়া এলাকার গজারি বনে শরিফুলের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় ওই বনের ভিতর রাজেন্দ্রপুর সেনাননিবাসগামী সড়কের উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা শরিফুলের অটোরিকশাটি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে শরিফুলকে হত্য করেছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতর লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.