রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ৩১ আগস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২ | ৭ রবিউল আউয়াল ১৪৪৭
শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি -
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। আসন্ন পৌর নির্বাচনে ৮নং ওযার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই আওয়ামী লীগ কর্মী ঝন্টু (৫০) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রীরা।
তিনি শৈলকুপা উপজেলার ষষ্টিবার গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। বর্তমান তারা কবিরপুরে বসবাস করছেন। স্থানীয় নুরজাহান ক্লিনিকের মালিক তারা।
পুলিশ জানায়,বুধবার রাতে কবিরপুর এলাকায় ভাইয়ের নির্বাচনী অফিসে বসে ছিলেন বন্টু। এ সময় একদল সন্ত্রাসীরা ঝন্টুকে কুপিয়ে জখম করলে তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে মারা যান।
বন্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,বন্টু নামে একজন মারা গেছেন বলে শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.