শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুধবার (২৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে।
আহ্বায়ক কমিটি স্থগিত হওয়ার ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ বলেন, এ বিষয়ে আমি অফিসিয়ালি কিছু জানি না। আমি নির্বাচনী একটি মিটিং এ আছি। পরে বিস্তারিত জানাতে পারবো। তবে তিনি বলেন, কেন্দ্র যেটা ভালো মনে করবে সেটাই হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]