আব্দুল্লাহ অন্তর, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের নিউমার্কেট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সব নেতা কর্মী বিএনপিতে যোগ দেয়।
যোগদানকৃত নেতাকর্মীরা হলেন- ফারহান ফুয়াদ তুহিন (প্রধান সমন্বয়ক ও মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখা )। আরাফাত রহমান তালুকদার (সমন্বয়ক ও সিনিয়র সংগঠক বৈষম বিরোধী আন্দোলন শেরপুর জেলা শাখা)।
নাহিদ আহম্মেদ নিলয়(সমন্বয়ক ও সিনিয়র সংগঠক) মনিবুল ইসলাম (সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখা) আশিকুর রহমান আশিক( সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখা ) সহ শেরপুর জেলার প্রায় তিন শতাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলা বিএনপিতে যোগদান করেছেন।
সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ মনোনীত প্রার্থী সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা, শেরপুর থানা বিএনপির আহবায়ক হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]