1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১৬৯ গৃহহীন পরিবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি:শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১৬৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।

 

২৬ এপ্রিল মঙ্গলবার সকালে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ৫০ জন উপকারভোগীর মাঝে ঘরের চাবি, জমির দলিল ও কবুলিয়ত হস্তান্তর করেন।

 

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশরত্ন শেখ হাসিনাও অসহায়-হতদরিদ্র মানুষের দুঃখ-কষ্ট বুঝেন। এজন্যই সরকার মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেয়। তারই আওতায় আজ শেরপুরসহ সারাদেশে প্রায় ৩৩ হাজার মানুষ পুনর্বাসিত হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে একসাথে এতো মানুষকে পুনর্বাসনের নজির পৃথিবীর ইতিহাসে নেই।

 

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, উপকারভোগী বিলকিছ বেগম ও আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

 

এদিন সকালে একইভাবে নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৩০টি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি। এছাড়া একইভাবে নালিতাবাড়ীতে ৫০টি, শ্রীবরদীতে ২৫টি ও ঝিনাইগাতীতে ১৪টি ঘর হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের তথ্যমতে, মুজিববর্ষ উপলক্ষে জেলায় মোট ১ হাজার ১১৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ২৯১টি পরিবার ও দ্বিতীয় পর্যায়ে ১৬৭টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এবার তৃতীয় পর্যায়ে ৩৩৯টি ঘরের মধ্যে প্রথম ধাপে পেল ১৬৯টি ঘর। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে জেলায় ওইসব ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ৪ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি