রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্রম ১৪৪৭
শীতার্তদের মাঝে এস এম ইয়াকুব আলীর কম্বল ও মাস্ক বিতরণ
মণিরামপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মণিরামপুরে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর ঈদগাহ মাঠে নিজস্ব অর্থায়নে এস এম ইয়াকুব আলী এ কম্বল বিতরণ করেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটি নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, স্থানীয় ইউপি সদস্য লিটন হোসেন, আওয়ামী লীগ নেতা ইউনুচ হোসেন, ডা. আলাল হোসেন, হাবিবুর রহমান, যুবলীগ নেতা জলিল হোসেন, আলমগীর হোসেন, ইউসুফ আলী প্রমুখ। এস এম ইয়াকুব আলী বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করছেন। অনেকের থাকার মতো ঘর-বাড়িও নেই। তাদের কথা বিবেচনা করে এ সকল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল তালিকা অনুযায়ী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি করোনা থেকে বাঁচতে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.