রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ৫ মহর্রম ১৪৪৭
শিশুকে বলাৎকার, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার
সাভারে এক নারীকে ধর্ষন এবং এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন ।
গ্রেপ্তারকৃতরা হলো- সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার তাফিজুল কোররান মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন ও শিক্ষক ইব্রাহীম মিয়া। এছাড়া নারীকে ধর্ষনের ঘটনায় গ্রেপ্তারকৃত ইকবাল মিয়ার বিস্তারিত পরিচয়া মেলেনি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন জানান, ভুক্তভোগী শিশুটি পরিবার সাথে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় বসবাস করে স্থানীয় তাফিজুল কোরআন মাদ্রাসায় পড়াশুনা করতো। শনিবার সকালে শিক্ষক ইব্রাহীম মিয়া খাবারের লোভ দেখিয়ে কৌশলে শিশুটিকে একটি কক্ষে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। এঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার অধ্যক্ষ এবং এক শিক্ষকে আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।
রেদোয়ান হাসান, সাভার প্রতিনিধি : অন্যদিকে সাভারের সিআরপি রোড এলাকায় এক নারীকে গার্মেন্টসে চাকুরী দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষনের অভিযোগে সোহেল রানা ও ইকবাল মিয়া নামে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। এঘটনায় পুলিশ রবিবার সকালে সিআরপি এলাকায় অভিযান চালিয়ে ইকবাল মিয়াকে গ্রেপ্তার করেছে। এছাড়া ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। এঘটনায় পলাতক ধর্ষক সোহেল রানাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়ে পুলিশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.