মো: মামুন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদের পানি ও পরিবেশ দূষণ রোধে শিল্প কারখানায় ইটিপি প্ল্যান্ট স্থাপন ও ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘নারায়ণগঞ্জের সন্তান’।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ মাঝেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদের ব্রিজের উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, “আমরা ছোট্ট বেলায় এই নদীতে গোসল করতাম, এতো সুন্দর পানি ছিল। এখন পানি নষ্ট হয়ে দুর্গন্ধ বের হচ্ছে। শিল্প কারখানায় ইটিপি প্ল্যান্ট না থাকার কারণে ব্রহ্মপুত্র নদের পানি দূষণ হচ্ছে। ইটিপি প্ল্যান্ট চালু করুন, নদী বাঁচান।”
তারা আরও বলেন, “দূষণের কারণে মাছসহ জলজ প্রাণীশূন্য হয়ে পড়েছে ব্রহ্মপুত্র নদ। এমনকি স্থানীয় কৃষকরা সেচের জন্যও নদীর পানি ব্যবহার করতে পারছেন না। কেউ নদীতে নামলে বিভিন্ন প্রকার চর্মরোগ দেখা দিচ্ছে।”
ব্রহ্মপুত্র নদের পানি দূষণ রোধে নদী রক্ষা কমিশন ও স্থানীয় প্রশাসনের কার্যকরী ভূমিকা গ্রহণেরও দাবি জানান তারা।
‘নারায়ণগঞ্জের সন্তান’ সংগঠনের সদস্য সচিব নজরুল ইসলাম সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসেনর বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। সাংবাদিক আজাদ, জামপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, জামপুর মাঝেরচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মদ, জেলা কৃষকদের যুগ্ম আহবায়ক শাহ আলম, জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি এসএ মামুন, দপ্তর সম্পাদক আল আমিন, জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম আজাদ মিল্টন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফুজ্জামান শাহীন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক, আব্দুল রহিম প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]