
এস আই ওয়াসিম মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষন ও ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার(২৫ ডিসেম্বর) বিকেলে আড়িয়াল খাঁ নদের ৬.৩০০ কি.মি নদীর তীর প্রতিরক্ষা এবং ১৪.৭৫০ কি.মি. নদী ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। এ সময় পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এবং উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি উপস্থিত ছিলেনন।জানা গেছে, আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষন ও ড্রেজিং শীর্ষক প্রকল্পের আওতায় আড়িয়াল খাঁ নদের বাম তীরে সন্ন্যাসীরচর ইউনিয়নে ২.৮০০ কি.মি। বহেরাতলা ইউনিয়নের নদী তীরের ১ কিলোমিটার পথ। ডান তীরে শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের ২.৫০০ কি.মি পথসহ মোট ৬.৩০০ কি.মি নদী সংরক্ষন কাজ এবং আড়িয়াল খাঁ নদের উৎরাইল হাট বাওরের ইনটেক চ্যানেল পর্যন্ত মোট ১৪.৭৫০ কি.মি পথ ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।জেলা প্রশাসক ড.রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, যুগ্নসচিব এসএম রেজাউল মোস্তফা কামাল, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা চেয়ারম্যান আ.লতিফ মোল্লাসহ অন্যরা।
                     
                    
                    
                    
	
				
		no views