সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নে ২০/২৫ টি মাটি কাটা ভেকু মেশিন লাগিয়ে করতোয়া নদীর পাশ থেকে মাটি কেটে সেই মাটি ধানের চারা লাগানো জমিতে ফেলে আবাদি জমি ধ্বংস করছে একটি প্রভাবশালী মহল। সেই সাথে এই মাটি অন্যত্র বিক্রির পায়তারা করছে এই মহলটি। মাটি ও বালু ব্যাবস্থাপনা কমিটির অনুমোদন ছাড়া মাটি এবং বালু বিক্রি ও পরিবহন নিষিদ্ধ থাকলেও এই মহলটি আইনের কোন তোয়াক্কাই করছে না।
মাটি বিক্রি করে রাতের আধারে আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে মাটি খেকো এই প্রভাবশালী মহল। কেউ কেউ গড়ছেন অর্থ ও সম্পদের পাহার ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদী জমি ও কৃষক। একের পর এক কৃষি জমি ধ্বংস করে চলেছে এই মহলটি। চক্রটি প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না অনেক ক্ষতিগ্রস্ত কৃষক। প্রশাসনকে বার বার জানানো স্বত্বেও জোরালো কোন ব্যাবস্থা গ্রহণ করছে না। প্রশাসন শাস্তিমুলক কোন ব্যাবস্থা গ্রহন না করায় এই কুচক্রী মহলটি আরো বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছে সুধীমহল। এসব কুচক্রী মহলের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহন করার দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা বলেন,আবাদী জমি নষ্ট করে কোন কাজ করা যাবেনা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]