রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ৭ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ১১ মহর্রম ১৪৪৭
শার্শার বালুন্ডায় ইজিবাইক চাপায় শিশু নিহত
মোঃ ইকবাল হোসেন শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শার বালুন্ডায় ইজিবাইকের চাকায় পিষ্ঠ হয়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু।৯ই জানুয়ারী (রবিবার) দুপুরে শার্শার বালুন্ডায় রাস্তায় খেলতে গিয়ে চলন্ত ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে হুসাইন নামে এক ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছ।
সরজমিনে খবর নিয়ে জানা যায় প্রতি দিনের ন্যায় শিশু হুসাইন বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলছিলো,বাড়ির পাশেই জামতলা বালুন্ডা সংযোগ সড়ক তাই অনেক সময় খেলতে খেলতে রাস্তায় আসে,তারই ফলস্বরূপ আজ দুপুরে রাস্তায় উঠতেই বালুন্ডা হতে ইছাপুর গামী ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে হুসাইন মৃত্যু হয়েছ।
নিহত হুসাইন বালুন্ডা উত্তর পাড়ার আব্দুল গফফারের ছোট ছেলে।জানা যায় ইজবাইকটি ইছাপুরের,ঘাতক ইজিবাইক চালককে আটক করেছে স্থানীয় জনতা।তবে এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি,গোগা ও পুটখালী ইউনিয়নে দুই চেয়ারম্যান বিষয়টি মিট করবেন বলে জানিয়েছেন স্থানীয় সুত্র।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.