অপু, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে রাষ্ট্রীয় আদেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে পতাকা অর্ধনমিত রাখার প্রয়োজন মনে করে নি সরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলায় রাষ্ট্রীয় নির্দেশনা শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আদেশ থাকলেও তা মানেনি স্কুল ও সরকারী প্রতিষ্ঠান গুলো। গত ২৬ এপ্রিল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স,শায়েস্তাগঞ্জ উপ- বিভাগীয় প্রকৌশলী ( সওজ) এর কার্যালয়, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিসহ, শায়েস্তাগঞ্জ পোষ্ট অফিস,শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়। এ যেন ফ্যাসিষ্টের দোসরের মত আচরন প্রকাশ করেছে এসকল অফিসের দায়িত্বে থাকা সকলেই। আর এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে যা দেখার কেউ নেই। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক পালনের প্রজ্ঞাপন জারি করেন বাংলাদেশ। যা ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পালন করা হবে। বুধবার (২৩ এপ্রিল) রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই তিন দিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া পোপ ফ্রান্সিসের বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গত সোমবার সকালে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান পোপ ফ্রান্সিস। এক যুগেরও বেশি ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]