
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধ রাখার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেহেরপুর জেলা শাখা।
সমাবেশে বক্তারা অবিলম্বে শাকসু নির্বাচন চালুর দাবি জানান এবং নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তারা বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাকসু নির্বাচন বন্ধ রেখে শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে।