রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৪ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭
 শরীয়তপুরে বজ্রপাতে ৩ জন নিহত,বৃষ্টি হলেই বজ্রপাত 
  
         
  
        
    
    সাজ্জাদ স্বদেশী, শরিয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে, আজ ২৬ মার্চ বিকেলে বজ্রাঘাতে প্রান হারান তিনজন জেলে।
তারা তিনজনই ঘড়িষার  ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন শাহীন মাঝি, সিরাজ ওঝা ও শাহীন শেখ। গ্রামবাসী সূত্রে জানা যায়,আজ বিকেলে বাহিরকুশিয়া গ্রামে একটি পুকুরে মাছ ধরতে গেলে, বজ্রাঘাতের শিকার তারা তিনজন।
এসময় ঘটনাস্থলেই প্রান হারান শাহীন মাঝি ও সিরাজ ওঝা। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর প্রান হারান মৎসজীবি শাহীন শেখ নামের  যুবকও। উক্ত ঘটনায় বাহিরকুশিয়া  গ্রামের বাসিন্দারা সকলেই বজ্রপাত আতংকে।
শরীয়তপুরে আজ বিকেল ২৬ মার্চ  ৩ টা থেকেই আকাশে মেঘ ও হালকা ঝড়ো হাওয়া বৃষ্টিপাত সহ বজ্রপাত হয়। বজ্রপাতে জেলাটিতে গত ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই নিয়ে মোট ৬  জন মৃত্যু হয়েছে। জেলার সাধারন কৃষক ও শ্রমজীবী মানুষ মধ্যে উক্ত বজ্রাঘাতে মৃতের  ঘটনায় আতংক বিরাজ করছে। এক কৃষক দৈনিক শিরোমণিকে জানায়, "আমরা ক্ষেত খামারে কাজ করি, এহন ভয়ে থাকতে হয়! "
 
    
    
         
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড,  পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected] 
        
        
         Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.