রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ১৭ মহর্রম ১৪৪৭
শরীয়তপুরে কৃষক সমিতির ডিসি বরাবর স্বারকলিপি
সে সময়ে শরীয়তপুর জেলার ডিসি অফিসের সামনে এক পথসমাবেশ করা হয়। উক্ত পথসমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কৃষক নেতা জনাব আসাদুল্লাহ টিটু, বাংলাদেশ কৃষক সমিতি শরীয়তপুর জেলার আহবায়ক, জনাব মিজানুর রহমান, যুগ্ম-আহবায়ক, সাজ্জাদ স্বদেশী ও জনাব নাসিরুদ্দিন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শরীয়তপুর জেলার সভাপতি, জনাব নুরুল হক ঢালী। জাতীয় সমাজতান্ত্রিক আন্দোলনের জেলা সহ-সভাপতি এডভোকেট মোদ্দাসের হোসেন বাবুল। শরীয়তপুর জেলা উদীচি সাধারণ সম্পাদক ডা:নজরুল ইসলাম রিপন সহ আরোও অনেক। এসময়ে পথসমাবেশে কমিউনিস্ট পার্টির সভাপতি বলেন, এই দাবি ন্যার্য দাবি কমিউনিস্ট পার্টি এ দাবির প্রতি একাগ্রতা প্রকাশ করছে। বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কৃষক নেতা জনাব আসাদুল্লাহ টিটু বলেন, বাংলাদেশ কৃষক সমিতি দেশের কৃষকের জন্য কাজ করে, কৃষি পণ্যের ন্যার্য দাম, কৃষকের প্রতি শোষণ বঞ্চনা বন্ধ করতে হবে। তিনি আরোও বলেন, কৃষক সমিতির সারাদেশ ব্যাপী জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান কার্যকর শরীয়তে দেরিতে হলেও শরীয়তপুর জেলার আহবায়ক কমিটি জেলা প্রশাসক বরাবর স্বারকলিপিটি দিতে পেরেছে। অন্যান্যদের মধ্যে বক্তব রাখেন, কৃষক সমিতির আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম-আহবায়ক সাজ্জাদ স্বদেশী, যুগ্ম-আহবায়ক নাসিরুদ্দিন সহ আরোও অনেকে। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ডিসি অফিসে যান, এ সময়ে শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ পারভেজ হাসান উপস্থিত না থাকায় তার পক্ষে স্বাকরলিপি টি গ্রহণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.