মোঃ বাতেন আহম্মেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি, দৈনিক শিরোমনি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মধ্যে মাছুয়াখালী এলাকায় (২৮ আগস্ট) রোববার দুপুরে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালীর একটি চক্র এলাকার মধ্যে অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল। কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার কোনো বিধান বন আইনে না থাকলেও প্রভাবশালীর একটি চক্র এই কাজ করে আসছে। এটা একটি শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি গোসাঁইরহাট উপজেলা প্রশাসনের নজরে এলে ২৮/০৮/২২ইং দুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কয়লা তৈরির কারখানাগুলো ফায়ারসার্ভিসের সহযোগিতায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। ভেঙে দেয়া কয়লা তৈরির কারখানা থেকে কাঠ ও ইটসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয় এবং অর্থদন্ড করা হয়।
অর্থদন্ডকৃত হলেন একই এলাকার মাছুয়াখালীর মো. আলাউদ্দিন (৪০), মো. নাসির হাওলাদার (২৮) ও মো. রাসেল হোসেন (২৮) কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ( সংশোধিত -২০১০) এর ১৫ (১) ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড ও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির, উপজেলা সহকারী (ভূমি) সুজন দাশ গুপ্ত, পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়লা তৈরির কারখানাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৬টি চুলা ধ্বংস করা হয় এবং ওই কারখানাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। জব্দ করা মালামালগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]