নাইম টিটো, লোহাগড়া উপজেলা প্রতিনিধি:নড়াইলে জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমোরডাঙ্গা বাজারে প্রতিপক্ষের হামলায় নিহত যুবক খাজা মোল্যা (৪০) হত্যা মামলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে নিহতের ভাই আলী হায়দার মোল্যা লোহাগড়া থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলায় পলাশ শেখসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৬ জনকে আসামি করা হয়েছে।
এরমধ্যে শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখ নামের দু’জনকে ঘটনার দিনই গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।” তাঁরা মামলার ১৭ ও ২৭ নম্বর এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধ কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইতনার ৪ নম্বর ওয়ার্ড মেম্বার শাহাদুল শেখের সঙ্গে বিএনপি নেতা পলাশ শেখের দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি জমি দখল, গাছ কাটা ও ধান কেটে নেওয়ার মতো একাধিক ঘসন্ত্রাসী ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এরই ধারাবাহিকতায় গত ১৪ মে সকালে কুমোরডাঙ্গা বাজারে প্রকাশ্যে খাজা মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।স্হানীয়রা দাবী জানিয়েছে এমন সন্ত্রাসী কর্মকান্ড এলাকার লোকজন দেখতে চায় না,,সুস্হ্য ও সুন্দর পরিবেশ বজায় রাখার আহবান জানয়েছে প্রসাশনের কাছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications