মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধিঃ ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসন, জুলুম ও লুটপাটের মাধ্যমে খুলনার পাটকল গুলো বন্ধ করেছে, বেকার হয়েছে হাজার হাজার শ্রমিক, বকেয়া বেতন ভাতা এবং বন্ধ মিলগুলো চালুর দাবিতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আজও আন্দোলন করে যাচ্ছে অসহায় শ্রমিকরা। ফ্যাসিবাদি সরকার মুখে উন্নয়নের জোয়ার বললেও মূলত তারা পাটকল গুলো বন্ধ করে উন্নয়নকে বাধাগ্রস্থ করেছে, হাজারো শ্রমিক পরিবারকে নিঃস্ব করেছে। বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিকদল ইষ্টার্ণ- আলীম জুট মিল শাখা আয়োজিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্য মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র শ্রমিকদের স্বার্থ বাস্তবায়নের কাজ করেছিলেন, অন্য সবাই লুটপাট করে গেছেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে সকল বন্ধ পাটকল গুলো চালু উদ্যেগ নেওয়া হবে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় যুগোপযোগী আইন প্রনয়ণ করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির আহবানে ৮ দফা দাবি আদায়-এর লক্ষ্যে দেশব্যপি সকল রাষ্ট্রীয় পাট শিল্প এলাকায় একযোগে মানববন্ধন পালিত হয়। এরই ধারাবাহিকতায় ফুলতলা উপজেলার ইস্টার্ন জুট মিল মেইন গেট সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কে (২৩ এপ্রিল) বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে লীজ প্রথা বাতিল করতঃ পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। ২০২০ সালের বাৎসরিক ইনক্রিমেন্ট, ২ দিনের বকেয়া মজুরী, উৎসব বোনাস, বৈশাখী ভাতা সহ বকেয়া পাওনা অবিলম্বে প্রদান করতে হবে।
পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক – এস এম জাকির হোসেনের সভাপতিত্বে ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক – সরদার নজরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা।
প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন । বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এস এ রহমান বাবুল, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস,গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, ইস্টার্ন জুট মিলস শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, আলীম জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মোঃ ফজলুর রহমান সরদার, আটরা গিলাতলা ইউপি সদস্য আলহাজ্ব শেখ আল আমিন, ইউপি সদস্য – হাফিজুর রহমান শাফি,বিএনপি নেতা ফকির রবিউল ইসলাম, ইসমাইল হোসেন বাবু, সরদার মোস্তাক আহমেদ, মোল্লা ফরহাদ হোসেন, গোলাম সরোয়ার, মোঃ ফজলুর রহমান, সরদার মকবুল হোসেন, নজরুল ইসলাম, মোঃ সোহাগ মিয়া,মঞ্জরুল ইসলাম, নূর আলম গাজী, মিন্টু সরদার, চয়নশরীফ,আরেফিন শরীফ,আলম মোল্লা, মোঃ রানা, শামীম শেখ, মোস্তাক গাজীসহ সহস্রাধিক শ্রমিকবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন ।
Notifications