লালমনিরহাট থেকে আনোয়ারুল ইসলাম অপূর্ব: লালমনিরহাটের কালীগঞ্জে ভয়াবহ আগুনের সূত্রপাতে,এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়েছে। দোকানের ভেতরে থাকা টিভি, ফ্রিজ বিভিন্ন মালামাল সহ আসবাবপত্র প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিক শরিফুল ইসলামের।
এই মর্মান্তিক ভয়াবহ আগুনের দূর্ঘটনাটি ঘটেছে,১লা আগষ্ট গত রাত ভোরে, কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের শংকর বাজারে, (চাপারহাট টু লালমনিরহাট গামী) পাকা রাস্তার পাশে।
মসজিদে মুসুল্লিরা ফজরের নামাজ আদায় করে ফেরার পথে, হঠাৎ তারা দেখতে পায়,বাজারে শরিফুল ইসলামের দোকানে আগুনের সূত্রপাত,দেখতে দেখতে মূহুর্তেই আগুন দোকানের চারদিকে ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় বাজারের আশ পাশের লোকজন এবং স্থানীয় এলাকাবাসীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় ৩০মিনিটের চেষ্টায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, ঠিক ততক্ষণে সবকিছু একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। কান্না সুরে শরিফুল ইসলাম বলেন, আমি রাত সারে বারোটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই।সকালে খবর শুনে ছুটে এসে দেখি আমার দোকান সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শরিফুল ইসলাম আর্তনাদ করে আরও বলেন যে, আমার একমাত্র সম্বল ছিল এই দোকানটি,এনজিও থেকে লোন নিয়ে আমি ব্যবসা করতাম।আমার দুইটি পুত্র সন্তান দুটোই
সন্তানই জন্মগত ভাবে শারিরীক এবং বাক প্রতিবন্ধী। এখন আমার সংসার চলবে কি ভাবে। উল্লেখিত ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন,স্থানীয় ওয়ার্ড সদস্য সোহেল রানা, তিনি এই বিষয়ে বলেন যে, শরিফুলের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে, এতে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে ১০ লক্ষ টাকার মতো বলে ধারণা করা হচ্ছে। তিনি এই বিষয়ে আরও বলেন যে, আগুন লাগার বিষয়টি নিশ্চিত করতে না পারলেও, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে,এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনে সূত্রপাত হয়েছে।
শরিফুলের এই দূর্ঘটনায় এলাকাবাসীর অনেকই আবেগাপ্লুত হয়ে পড়েছেন।ক্ষতিগ্রস্ত এই শরিফুলের পরিবারটি যাতে আবার নতুন করে উঠে দাঁড়াতে পারে, এর জন্য প্রয়োজন সরকারি সহযোগিতা এবং মানবিক সহায়তা।