 
																
								
                                    
									
                                
সোমবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের (১নং ওয়ার্ড) উত্তর শাকচর গ্রামের ছোয়া মিঝি বাড়ী থেকে স্বামী আবু ছিদ্দিক (৭৫) ও স্ত্রী আতেরুর নেছা (৬৫) এর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।এলাকায় উত্তেজনা বিরাজমান।এলাকার মানুষের ধারনা পারিবারিক কলহের থেকে এমন হতে পারে।পুলিশ জানায় তারা বিষয়টি খতিয়ে দেখবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।