রৌমারী (কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রাম রৌমারীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টন ৯৯০ কেজি দুর্গন্ধযুক্ত পচা চাল আটক করেছে বিক্ষুব্ধ জনতা।
গতকাল ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের
দিকে রৌমারী উপজেলার সামনে ডিসি রাস্তায় এঘটনা ঘটে, প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা খাদ্যগুদাম থেকে দুই ট্রাক্টরে করে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টন ৯৯০ কেজি ৫৩৩ বস্তার বিতরণের জন্য নিয়ে যাচ্ছে ছিল খাদ্যবান্ধব ডিলার মনির হোসেন, এসময় সাধারণ আমজনতা লক্ষ্য করে পরে থামিয়ে দুই ট্রাক্টরের চালের বস্তা খতিয়ে দেখেন দুর্গগর্ন্ধ যুক্ত পচা চাল খাওয়ার অনুপযোগি ।
পরে চাল গুলো আটক করে স্থানীয় প্রশাসনকে খবর দেন তারা।এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে, তাদের অভিযোগ খাওয়ার অনুপযোগি পচা চাল দিয়ে গরীব দুঃখী অসহায় মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনির হোসেন বলেন আমাকে খাদ্য গুদামে ভালো চাল দেখিয়ে দুর্গন্ধ পচা
চাল দেওয়া হয়েছে।
রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন এই চাল একধম পচা দুর্গন্ধযুক্ত এই চাল খাইলে মানুষ অসুস্থ হয়ে পড়বে, তাই জেলা প্রশাসকের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়া দাবি জানান। একই কথার দাবি জানান রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, আমজনতার দাবি দুর্নীতি দের শনাক্ত করে করে আইনের আওতায় আনতে হবে।
রৌমারী উপজেলা সরকারি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শহিদুল্লা মুন্সি, ( ওসিএলএসডি) বলেন এই চাউল গুলো কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলা থেকে নিয়ে আসা হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য ডিলারদের দেওয়া হয়েছে। অন্য এক জবাবে তিনি বলেন, আমরা আলোচনা সাপেক্ষে সবার মতামতের ভিত্তিতে এই সমস্যার সমাধান করা হবে।
এ ঘটনাটি উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা আবু হাসনাত মিজানুর রহমানের কাছে মুঠো ফোনে কল করে ও তাকে পাওয়া যায়নি।