রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৫ আগস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ১০ সফর ১৪৪৭
রৌমারীতে রাস্তার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন
ইউনুছ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : রৌমারী উপজেলার দঁাতভাঙ্গা ইউনিয়নের শালুর মোড় ডিসি সড়কের বিজিবি ক্যাম্পের সামন হতে ছাটকড়াইবাড়ি পঁাকা রাস্তা পর্যন্ত রাস্তা এইচ বিবি করণ ১ হাজার মিটার এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল১০টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি এই রাস্তার শুভ উদ্বোধন করেন। দীর্ঘদিন থেকে ওই এলাকায় রাস্তা না থাকায় মানুষ চরম দূর্ভোগ পোহাত। দূর্ভোগ নিরসনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৯ হাজার টাকা বরাদ্দ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান হারুনর রশিদ হারুন। এসময় আরো উপস্থিত ছিলেন দঁাতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুনর রশিদ হারুনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।ছাটকড়াইবাড়ি গ্রামের মোকছেদ আলী দেওয়ানী বলেন, রাস্তাটি মেরামত না করায় অনেকদিন থেকে কষ্ট করে আসছি। সামান্য বৃষ্টি হলেই কাদার কারনে চলাচল বন্ধ হয়ে যেত। রাস্তাটি হেয়ারিং হওয়ায় আমাদের যাতায়াতের অনেক সুবিধা হলো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.