আব্দুল খালেক,রৌমারী উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রাম রৌমারীতে ভ্রাম্যমাণআদালতের অভিযানে ব্যাবসায়ীদের নিত্য প্রয়োজনীয় মূল্য যাচাইকালে পণ্যার ভেজাল খাবার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানীকে ৭০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (৩১ আগস্ট) বিকালে ৫ টার দিকে রৌমারী বাজার জুটকি হাটে ও মুদির দোকানে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল কুমার হালদার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।রৌমারী থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ভেজাল নিত্য পণ্য যাচাইকালে অভিযুক্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে স্বত্বাধিকার জাহিদুল ইসলামকে ৫০০০ হাজার টাকা এবং স্বত্বাধিকারী মোসলেম উদ্দিনকে ২০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, রৌমারী থানার এস আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স, রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান সদর ইউনিয়ন , রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু উপস্থিত ছিলেন।এছাড়াও এদিন অভিযুক্তদের সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে মর্মে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়।