আব্দুল খালেক,রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের তিন জনকে হত্যার আসামি গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলো রানী, শাপলা খাতুন, লিচু মিয়া, ওয়াহেদ আলী, শারমিন খাতুন, ইকতার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করতে হবে। এছাড়াও গ্রেফতার হওয়া আসামিদের ফাঁসির দাবি জানান স্বজনরা।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান , বলেন এ ঘটনার মুল হোতা ও এজাহারভুক্ত এক নম্বর, তিন নম্বর, ১১ নম্বর, ১২ নম্বর, ১৪ নম্বরসহ মোট আটজন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরো বলেন, বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারী ও প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান।
উল্লেখ্য, জমি নিয়ে আপেল গংয়ের সঙ্গে একই এলাকার শাহ জামালদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৪ জুলাই সকালে শাহ জামাল গংয়ের জমিতে পানি দিতে গেলে বাধা দেয় আপেল গং। এ সময় তর্কবিতর্কের এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে শাহ জামাল গংয়ের ওপর হামলা করেন তারা। এতে শাহ জামালের পক্ষের তিন জন নিহত হন। নিহতরা হলেন- বুলু মিয়া (৬০), ফুলবাবু (৪৫) নূরুল আমিন (৪২)। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ভন্দুরচর সীমান্ত এলাকায়। এ ঘটনায় ২৫ জুলাই ৩৪ জনের নামে মামলা করেন শাহ জামাল। এ মামলায় মোট আট জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।