রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্রম ১৪৪৭
রৌমারীতে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান
মিন্টু মিয়া,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় হতদরিদ্র আবু সাইদ (৫৫) নামের এক ব্যক্তির হাতে নগদ অর্থ তুলে দেন চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল। বুধবার দুপুরের দিকে চর শৌলমারী ইউনিয়ন পরিষদের বিশেষ তহবিল থেকে ৫ হাজার টাকা গ্যাংরিং রোগে আক্রান্ত আবু সাঈদকে চিকিৎসার জন্য এই অর্থ দেওয়া হয়। আবু সাঈদের পায়ের আঙ্গুলে ঘাঁ দেখা দেয়। পরে ঘাঁ টি বৃদ্ধি হলে গ্যাংরিং রোগে আক্রান্ত হয় এবং চিকিৎসকরা পায়ের একাংশ কেটে ফেলার নির্দেশ দেন।
গত কয়েক মাস অতিবাহিত হলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন চর শৌলমারী ইউপি ইউপি সদস্য আব্দুল মোমিন, আলেয়া বেগম, পরীনা বেগম, সচিব আতাউর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহাদত হোসেন। চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল জানান, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছি। ইউনিয়ন পরিষদের ও নিজ তহবিল থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে আসছি এবং এর ধারা অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.