রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২ | ২০ মহর্রম ১৪৪৭
রিটার্ন জমা না দিলে ক্রেডিট কার্ড দিবে না ব্যাংক
শিরোমণি ডেস্ক : ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে গেলে শুধু কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ দেখালে চলবে না। টিআইএনের বিপরীতে আপনি নিয়মিত রিটার্ন জমা দিচ্ছেন কি না, তারও প্রমাণপত্র দেখাতে হবে ব্যাংককে। ব্যাংক যদি সেই প্রমাণপত্র দেখা ছাড়া আপনাকে ক্রেডিট কার্ড দেয়, তাহলে ওই ব্যাংক জরিমানার মুখে পড়তে পারে। এ জরিমানার অঙ্ক হতে পারে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সেই ব্যবস্থা রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।নতুন এ বিধান চালুর ফলে ক্রেডিট কার্ড নেওয়া কিছুটা কঠিন হতে পারে। কারণ, অনেক করদাতার টিআইএন থাকলেও নিয়মিত রিটার্ন দেন না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ৭৫ লাখের বেশি। তবে এর মধ্যে নিয়মিতভাবে বার্ষিক রিটার্ন দেন ২৫ লাখের মতো। বাকি ৫০ লাখের বেশি টিআইএনধারী নিয়মিত রিটার্ন দাখিল করেন না। ফলে যেসব টিআইএনধারী রিটার্ন দেন না, তাঁরা এখন ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে পারবেন না। শুধু ক্রেডিট কার্ড নয়, ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও রিটার্নের প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে দেশে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহক প্রায় ২০ লাখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.