1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

রাস্তার পাশ থেকে অচেতন গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী উদ্ধার

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানকে রংপুর নগরী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মডার্ন মোড় এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে তাজহাট থানায় নেওয়া হয়।তাজহাট থানা পুলিশ জানায়, শুক্রবার সারাদিন নগরীর মডার্ন এলাকায় সড়কের পাশে তিনি শুয়ে ছিলেন। স্থানীয়রা প্রথমে তাকে মানসিক ভারসাম্যহীন মনে করলেও সন্ধ্যার পর তাদের সন্দেহ হয়। পরে পুলিশের ট্রাফিক বিভাগ তাজহাট থানাকে জানালে সেখান থেকে একটি দল এসে তাকে উদ্ধার করে। প্রাথমিকভাবে তার জ্ঞান ফিরিয়ে তাকে তাজহাট থানায় নেওয়া হয়। এর আগে তার খোঁজ না পাওয়ায় আজ দুপুরে তার পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।উদ্ধার হওয়া সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান জানান, বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে নিউ পিংকি পরিবহনের একটি বাসে ঢাকা থেকে ফিরছিলেন তিনি। যাত্রাপথে তার পাশের সিটে বসেছিলেন সাদুল্লাপুর উপজেলার ছাগল ব্যবসায়ী শাহীন। সিরাজগঞ্জে যাত্রাবিরতির সময় বাস থেকে নামলে শাহীন তাকে ডিম খাওয়ান। পরে বাসে উঠে চাদর মুড়ে তিনি শুয়ে পড়েন। এরপর থেকে আর কোনো কিছু মনে নেই বলে জানান তিনি।তিনি জানান, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে নব্বইয়ের দশকে তিনি ভাতগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।এর আগে গত ৩ জানুয়ারি গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। আপিল শুনানিতে আজিজার রহমানের প্রার্থিতা ফিরে আসে। নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে ঢাকা থেকে তিনি গাইবান্ধায় ফিরছিলেন।তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আজিজার রহমান সারাদিন মডার্ন মোড়ে শুয়ে ছিলেন। ট্রাফিক পুলিশ তাদেরকে খবর পাঠালে থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে তার জ্ঞান ফিরিয়ে তাকে থানায় নেওয়া হয়। পরে তিনি পুলিশকে ঘটনার বিবরণ জানান। শাহীনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।ওসি আতাউর রহমান জানান, তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তিনি এখন সুস্থ আছেন। গাইবান্ধা থেকে পুলিশের একটি দল এলে তাকে হস্তান্তর করা হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি