রাশিয়ার কাছ থেকে কম মূল্যে অশোধিত তেল ও অন্যান্য পণ্য কেনার প্রস্তাব লুফে নেয়ার বিষয় বিবেচনা করছে ভারত। ভারত সরকারের দু’জন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তীব্র থেকে তীব্র করছে পশ্চিমা বিশ্ব। তাদের বেশ কতগুলো ব্যাংক আন্তর্জাতিক অর্থ লেনদেন বিষয়ক সিস্টেম সুইফট ব্যবহারে নিষিদ্ধ হয়েছে। ফলে আগ্রাসী যুদ্ধ চালিয়ে গেলেও রাশিয়ার ভিতরে অর্থনীতির অবস্থা ভয়াবহ।
তাদের স্থানীয় মুদ্রা রুবলের দরপতন অব্যাহত আছে। নাগরিকরা প্রতিদিন এটিএম বুথে লাইন দিয়ে অপেক্ষা করছেন। পরিস্থিতি সামাল দেয়া খুব কঠিন হয়ে পড়েছে।