রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ৫ মহর্রম ১৪৪৭
রাণীনগরে সরিষা ক্ষেতের পাশে খড় দিয়ে ঢাকা যুবকের মরদেহ উদ্ধার
রহমতউল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর রাণীনগরে সরিষা ক্ষেতের পাশ থেকে খড় দিয়ে ঢাকা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের টং শিয়ালা গ্রাম থেকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।ওই যুবকের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ নিউজবাংলাকে জানান, স্থানীয় লোকজন সকালে খড় দিয়ে ঢাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মরদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে।স্থানীয় লোকজন ওই যুবকের পরিচয় জানাতে পারেননি। তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। রাণীনগর থানার ওসি বলেন, ‘মরদেহটি থানায় রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.