
মো: সোহেল সিকদার, মাদারীপুর জেলা  প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে নিম্ন  আয়ের  মানুষদের  শীতের  দুর্ভোগ কমাতে  রাজৈরের শীষ সংগঠন    যুব  একতা  পরিষদ মাদারীপুর    জেলা শাখার  উদ্যোগে খালিয়া  দারুস সুন্নাহ মাদ্রাসা  মাঠে  ৩০০ শতাধিক   অসহায়   হত দারিদ্র পারিবার ও এতিম  ছাত্রদের  মাঝে শীতবস্র বিতরণ  করে  এ সময়  উপস্থিত  ছিলেন  রাজৈর পৌর  আওয়ামী লীগের সভাপতি ও সাংবাদিক   মতিউর  রহমান, সাবেক  জেলা  পরিষদের  সদস্য   নুরজাহান পারুল , পৌর  আওয়ামী  লীগের সাধারণ  সম্পাদক  শেখ সাগর  আহমেদ  উজির, আরো উপস্থিত  ছিলেন রাজৈর উপজেলা   যুবলীগের  আহবায়ক  রেজানুল হক রিজন , খালিয়া ১নং ওয়ার্ডের  সাবেক  মেম্বার   হাজী মো: হারুনুর  রশিদ  বাঘা,যুব একতা  পরিষদের  সভাপতি  এনামুল  বাঘা, সাংবাদিক  সোহেল  সিকদার, মো:আলী শেখ সহ সংগঠনের  সদস্যরা  উপস্থিত ছিলেন।
                     
                    
                    
                    
	
				
		no views