রহিম রেজা, ঝালকাঠি: রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলিন্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন রাজাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইউছুব আলী তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল, আরএমও ডা. তমাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এমডি মোঃ জহিরুল ইসলাম জুয়েল, ডক্টরস ক্লিনিকের পরিচালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, আলেম-ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রতিষ্ঠানটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজকরা বক্তব্য রাখেন। শেষে তালুকদারবাড়ি কওমি মাদরাসার পরিচালক আলহাজ্ব ক্বারী মোঃ বেলায়েত হোসেন মোনাজাত পরিচালনা করেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত সেবার সমন্বয়ে কলিন্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টার রাজাপুরবাসীর চিকিৎসা সেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]