মিন্টু কান্তি নাথ: রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১হাজার ৪শত ১৩জন কার্ডধারী সাধারণ মানুষের মাঝে নায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ(২৪আগষ্ট) বুধবার সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন হতদরিদ্র মানুষের মাঝে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আজ শুধু মাএ সকাল থেকে ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ড এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা হতে ৬,৭,৮,৯নং ওয়ার্ডের কার্ডধারী সাধারণ মানুষের মাঝে নায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম চলবে, টিসিবি কর্তৃক নির্ধারিত ৪শত ৫ টাকা মূল্যে প্রতিজনকে ২লিটার সয়াবিন তেল, ১কেজি চিনি,২ কেজি মসুর ডাল বিক্রয় করা হয়। সর্বমোট এক হাজার চার শত ১৩ জন মানুষের মধ্যে ২দিন ব্যাপী নায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।টিসিবির পণ্য উদ্বোধন করেন ৩নংবাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,ট্যাগ অফিসারের উপ-সহকারি কর্মকর্তা পুলু মারমা ও সকল ইউপি সদস্যরা উপস্থিত থেকে বিক্রিয় কার্যক্রম সম্পন্ন করেন।আগামীকাল ২৫শে আগস্ট বৃহস্পতিবার একই নিয়মে বাঙ্গালহালিয়া ইউনিয়নে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]